bn.wikipedia.org

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) - উইকিপিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত)
তারিখ২৫ অক্টোবর ২০২১
সংগঠকচলচ্চিত্র উৎসব অধিদপ্তর
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রমরক্কর: আরবিকডালিন্টে সিংহম
সর্বাধিক পুরস্কারমরক্কর: আরবিকডালিন্টে সিংহম (৩)
 ← ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) ৬৮তম → 

৬৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের ঘোষণা করা হয়েছিল [] পুরস্কার অনুষ্ঠান, যেখানে চলচ্চিত্র উৎসব অধিদপ্তর ভারতীয় চলচ্চিত্রে ২০১৯ সালের ১লা জানুয়ারি থেকে ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রত্যায়িত সেরা ভারতীয় চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি জানাতে তাদের বার্ষিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে। অনুষ্ঠানটি মূলত ২০২০ সালের ৩রা মেঅনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-১৯ এর মহামারীর কারণে স্থগিত করা হয়েছিল, এবং ২০২১ সালের ২৫শে অক্টোবর প্রদান করা হয়।[]

চলচ্চিত্র উৎসব অধিদপ্তর ২০১৯ সালের সেরা চলচ্চিত্রসমূহ ও কলাকুশলীদের অনলাইন ভুক্তির আমন্ত্রণ জানায় এবং ভুক্তি গ্রহণের শেষ তারিখ ছিল ২০২০ সালের ১৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। ২০১৯ সালের ১লা জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ থেকে প্রত্যয়িত পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রসমূহ চলচ্চিত্র পুরস্কারের বিভিন্ন বিভাগের জন্য যোগ্য ছিল। ২০১৯ সালের ১লা জানুয়ারি ও ২০১৯ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে ভারতীয় সংবাদপত্র, ম্যাগাজিন এবং জার্নালে প্রকাশিত চলচ্চিত্র সম্পর্কিত বই, সমালোচনামূলক গবেষণা, পর্যালোচনা বা নিবন্ধসমূহ চলচ্চিত্র বিভাগে সেরা লেখার জন্য যোগ্য ছিল। চলচ্চিত্র বা অনুবাদের ডাব করা, সংশোধিত বা অনুলিপি করা সংস্করণের ভুক্তি, সংক্ষিপ্তকরণ, সম্পাদিত বা টীকাযুক্ত কাজ এবং পুনর্মুদ্রণ পুরস্কারের জন্য অযোগ্য ছিল।[]

পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ও স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রসমূহ চলচ্চিত্র বিভাগগুলোর জন্য ১৬ মিমি, ৩৫ মিমি, বৃহত্তর ফিল্ম গেজ বা ডিজিটাল বিন্যাস-এ ধারণকৃত, এবং সিনেমায় মুক্তি, ভিডিও বা ডিজিটাল ফরম্যাটে হোম দেখার যেকোনো ভারতীয় ভাষার চলচ্চিত্র জন্য যোগ্য ছিল। কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ থেকে চলচ্চিত্রসমূহকে কাহিনীচিত্র, ফিচারটেট বা ডকুমেন্টারি/নিউজরিল/নন-ফিকশন হিসেবে প্রত্যয়িত করতে হবে। []

১৯৬৯ সালে প্রবর্তিত, দাদাসাহেব ফালকে পুরস্কার হল ভারতীয় চলচ্চিত্রের বিকাশে চলচ্চিত্র ব্যক্তিত্বদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং মাধ্যম, এর বৃদ্ধি এবং প্রচারে বিশিষ্ট অবদানের জন্য দেওয়া সর্বোচ্চ পুরস্কার। " []

দাদাসাহেব ফালকে পুরস্কারের মূল্যায়নের জন্য ভারতীয় চলচ্চিত্র শিল্পের পাঁচজন বিশিষ্ট ব্যক্তিত্বের সমন্বয়ে একটি কমিটি নিযুক্ত করা হয়েছিল। নিম্নোক্ত জুরি সদস্যরা ছিলেন:

  • জুরি সদস্যরা

সেরা চলচ্চিত্র বন্ধুত্বপূর্ণ রাজ্য

[সম্পাদনা]

এই পুরস্কারের লক্ষ্য হল একটি শিল্প ফর্ম হিসেবে চলচ্চিত্রের অধ্যয়ন এবং প্রশংসাকে উত্সাহিত করা এবং তথ্যের প্রচার এবং একটি রাজ্য সরকারের নীতির মাধ্যমে এই শিল্প-ফর্মের সমালোচনামূলক প্রশংসা করা।

জুরি
জুরি প্যানেল কেন্দ্রীয় উত্তর দক্ষিণ-১ দক্ষিণ-2 পূর্ব পশ্চিম
চেয়ারপারসন এন চন্দ্র মঞ্জু বোরাহ অরুণোদয় শর্মা সুভাষ সেহগাল জিপি বিজয়কুমার সি উমামাহেশ্বর রাও
সদস্যরা সি. উমামাহেশ্বর রাও শশীধরন পিল্লাই পাম্পালি প্রশান্ত নায়েক রাজেশ কুমার সিং ক্রিস্টোফার ডাল্টন
মঞ্জু বোরাহ অনুরাধা সিং বিনোদ মানকারা নিধি প্রসাদ মণিরাম সিং জি কে দেশাই
বিজয়া জেনা আদিপ ট্যান্ডন সরণ প্রকাশ এইচবি অজয়া রাউত্রে জ্ঞানেশ মোগে
দিলীপ শুক্লা অতুল পান্ডে কে. উমামাহেশ্বর রাও রাজেন্দ্র প্রসাদ চৌধুরী অরিজিৎ হালদার সঞ্জয় খানজোদে

দাপ্তরিক নাম: স্বর্ণ কমল

পুরস্কার বিজয়ীদের 'স্বর্ণ কমল', একটি সনদপত্র ও নগদ পুরস্কার দেওয়া হয়।

দাপ্তরিক নাম: রজত কমল

পুরস্কার বিজয়ীদের 'রজত কমল', একটি সনদপত্র ও নগদ পুরস্কার দেওয়া হয়।

ভারতের আঞ্চলিক ভাষার সেরা চলচ্চিত্রকেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়। ভারতের সংবিধানের অষ্টম তফসিলে উল্লেখিত আঞ্চলিক ভাষার জন্য পুরস্কারগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন ছবির প্রযোজক ও পরিচালকরাও। সংবিধানের VIII তফসিলে উল্লেখ করা ছাড়া অন্য ভাষার কোনো চলচ্চিত্র যোগ্য ছিল না।

সংবিধানের VIII তফসিলে উল্লিখিত ভাষা ব্যতীত প্রতিটি ভাষার সেরা ফিচার ফিল্ম

যে কোনো ভারতীয় ভাষায় তৈরি এবং কেন্দ্রীয় চলচ্চিত্র অনুমোদন পর্ষদ থেকে ডকুমেন্টারি/নিউজরিল/ফিকশন হিসেবে প্রত্যয়িত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহ নন-ফিচার চলচ্চিত্র বিভাগের জন্য যোগ্য।

দাপ্তরিক নাম: স্বর্ণ কমল

পুরস্কার বিজয়ীদের 'স্বর্ণ কমল', একটি সার্টিফিকেট ও নগদ পুরস্কার দেওয়া হয়।

দাপ্তরিক নাম: রজত কমল

পুরস্কার বিজয়ীদের 'রজত কমল' ও নগদ পুরস্কার দেওয়া হয়।

এই পুরস্কারের লক্ষ্য হল একটি শিল্প ফর্ম হিসেবে চলচ্চিত্রের অধ্যয়ন এবং প্রশংসাকে উত্সাহিত করা এবং তথ্যের প্রচার এবং বই, নিবন্ধ, পর্যালোচনা ইত্যাদি প্রকাশের মাধ্যমে এই শিল্প-ফর্মের সমালোচনামূলক প্রশংসা করা।

ভারতীয় সিনেমার সেরা লেখার জন্য মনোনয়ন মূল্যায়নের জন্য উৎপল বোরপুজারীর নেতৃত্বে তিনজনের একটি কমিটি নিযুক্ত করা হয়েছিল। জুরি সদস্যরা নিম্নরূপ ছিলেন:

 • Saibal Chatterjee (Chairman)
 • Raghavendra Patil  • Rajeev Masand

দাপ্তরিক নাম: স্বর্ণ কমল

পুরস্কার বিজয়ীদেরকে নগদ পুরস্কার সহ 'স্বর্ণ কমল' দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত সকলকে সনদপত্র প্রদান করা হয়।

  1. "67th National Film Awards"Cinematic Illusions (ইংরেজি ভাষায়)। ২০২১-০৩-২২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২২
  2. Entertainment, Quint (এপ্রিল ২৫, ২০২০)। "67th National Film Awards Delayed Indefinitely, Jury Not Formed"TheQuint
  3. "Call for entries; 67th National Film Awards for 2018" (পিডিএফ)। Directorate of Film Festivals। ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০
  4. "Call for entries; 67th National Film Awards for 2018" (পিডিএফ)। Directorate of Film Festivals। ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০২০"Call for entries; 67th National Film Awards for 2018" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 15 September 2020. Retrieved 11 February 2020.
  5. "17th National Film Awards" (পিডিএফ)। Directorate of Film Festivals। পৃষ্ঠা 38। ২৫ জুলাই ২০২০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০
  6. "67th National Film Awards: Kangana Ranaut, Sushant Singh Rajput's Chhichhore win. See complete list of winners here"Hindustan Times। ২২ মার্চ ২০২১।
  7. "67th National Film Awards: Mahesh Babu's 'Maharshi' and Nani's 'Jersey' win big at the award ceremony"। ২৫ অক্টোবর ২০২১ – The Economic Times - The Times of India-এর মাধ্যমে।